Compilation of morning and evening dhikr, dhikr and amal to be done before and after sleep and other special times
অনুগ্রহ করে শুরুতে অবশ্যই অ্যাপ এর বিবরণ পড়ে নিন।
বিসমিল্লাহির রহমানির রহিম
১. মাসনুন আমল - অ্যাপটিতে আমরা প্রথমে সকাল-সন্ধ্যা এবং ঘুমের আগের শুধুমাত্র ওই সব আমল গুলো একত্র করার চেষ্টা করেছিলাম, যা রাসূল সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ব্যক্তিগত নিরাপত্তার জন্য নির্দেশিত। পরবর্তীতে সবার সুবিধার্থে ফজিলতপূর্ণ আরও কিছু দোয়া সংযুক্ত করে দেয়া হয়েছে। এর মাঝে এমন বেশ কিছু দোয়া রয়েছে, যেগুলো শুধু সকাল-সন্ধ্যা নয়, বরং অন্যান্য সময়ের জন্যও হাদিসে কিংবা সালাফ থেকে নির্দেশিত হয়েছে।
২. এছাড়া কেউ চাইলে এই অ্যাপের দোয়া-কালামগুলাে বিভিন্ন সমস্যার জন্য রুকইয়াহ শারইয়্যাহ (শরিয়ত নির্দেশিত পদ্ধতিতে ঝাড়ফুক) করার সময়ও পাঠ করতে পারবেন।
৩. বাংলা বা ইংরেজি উচ্চারন/ ট্রান্সলিটারেশন দ্বারা আরবি ভাষার সম্পূর্ণ প্রতিফলন ঘটানো সম্ভব না। তাই আমরা প্রথম সংস্করণে কোন দোয়া বা আয়াতের উচ্চারণ উল্লেখ করিনি। কিন্তু পাবলিক ফিডব্যাকের কারনে পরে যুক্ত করতে হল। তবুও যাদের আরবি পড়তে কষ্ট হয়, তারা বাংলা দেখে পড়ার বদলে সংশ্লিষ্ট অডিও শুনে কিংবা কারও সহায়তা নিয়ে পড়া শুদ্ধ করে নিলে সবচেয়ে ভালো হবে।
চাইলে সেটিং থেকে উচ্চারণ বা অনুবাদ প্রদর্শন/বন্ধ করার সুযােগ রয়েছে।
৪. এই অ্যাপটি মূলত প্রতিদিনের যিকরের সুবিধার জন্য বিল্ড করা হয়েছে, যাতে প্রতিদিন পাঠযোগ্য অনেক দোয়া একসাথে পাওয়া যায়। এ সংক্রান্ত সকল তথ্যের আর্কাইভ করা আমাদের উদ্দেশ্য নয়। তাই আমরা দোয়ার সাথে এর ফজিলত কিংবা সংশ্লিষ্ট হাদিস উল্লেখ করিনি আগ্রহী ব্যবহারকারীরা এসব তথ্য জানতে “হিসনুল মুসলিম, আল-কালিমুত তায়্যিব, যাদুল মা'আদ এবং আমালুল ইয়াওমি ওয়া লাইলা” ইত্যাদি গ্রন্থ সমূহ দেখতে পারেন।
৫. দোয়ার নিচে উল্লেখিত লেভেল এর ব্যাখ্যা -
লেভেল-১: রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত উল্লেখিত সময়ের আমল৷
লেভেল-২: রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যেকোন সময়ে পাঠযোগ্য যিকর, তবে সালাফ থেকে প্রতিদিন নিয়মিত পাঠ করার উদাহরণ রয়েছে।
লেভেল-৩: সাহাবায়ে কিরাম কিংবা সালাফে সালেহীন থেকে বর্ণিত যিকর। যা দীর্ঘদিন ধরে উম্মাহর মাঝে প্রচলিত আছে।
লেভেল-৪: দোয়াটি তাহকিক করা হয়নি, উৎস পাওয়া যায়নি কিংবা নিকটবর্তী সময়ে আলেমদের নির্দেশিত যিকর।
৬. হাদিসে কিছু দোয়ার একাধিক ইবারত(টেক্সট) পাওয়া যায়, তাই অ্যাপের আরবি লেখা এবং অডিওর মাঝে অমিল দেখা যেতে পারে, এক্ষেত্রে লেখাটিকে গ্রহণ করবেন।
৭. আমরা চেষ্টা করেছি অ্যাপটিকে সর্বোচ্চ শুদ্ধ এবং ইউজার ফ্রেন্ডলি করতে। এরপরেও কোন ভুল দৃষ্টিগোচর হলে কিংবা অ্যাপটিকে ইস্প্রুভ করতে কোন সহায়তা করতে চাইলে অনুগ্রহ করে আমাদের জানান।
সবশেষে গ্রিনটেক অ্যাপ ফাউন্ডেশনের ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, তাদের হিসনুল মুসলিম অ্যাপ থেকে কিছু ডেটা সংগ্রহের কারনে আমাদের কাজ অনেক সহজ হয়েছে। আল্লাহ উনাদেরকে উত্তম প্রতিদান দিক।
আর রুকইয়াহ সাপোর্ট বিডি এবং এই অ্যাপ সংশ্লিষ্ট সকল ভাইদের জন্যও দোয়া করি, আল্লাহ সবার প্রচেষ্টা কবুল করুক। আমিন।
প্রয়োজনীয় লিংক:
* অ্যাপ সংক্রান্ত কোন প্রশ্ন বা অভিযোগ থাকলে ভিজিট করুন – https://ruqyahbd.org/app-feedback
* জ্বিন, জাদু, বদনজর এবং রুকইয়াহ সম্পর্কে পরামর্শ এবং আলোচনার জন্য আমাদের রুকইয়াহ সাপোর্ট গ্রুপে যোগ দিন– https://facebook.com/groups/ruqyahbd
* আরও জানতে ভিজিট করুন রুকইয়াহ সাপোর্ট বিডির ওয়েবসাইট – www.ruqyahbd.org
অনুগ্রহ করে শুরুতে "অ্যাপ সম্পর্কে" মেনু থেকে বিস্তারিত বিবরণ পড়ে নিন।...
Listen Ruqyah Radio anywhere, online.warning: data connection needed for streaming. 📻 পরিক্ষামূলক...
Listen Ruqyah Radio anywhere, online.এখানে একেরপর এক রুকইয়ার তিলাওয়াত প্লে হতে থাকবে।...
জাদু, জিন, বদনজর এবং অন্যান্য শারিরীক - মানসিক সমস্যার রুকইয়াহ শারইয়ার জন্য...
Reading and Listening from Ruqyah Support BD Homepage now more easy......
------------------------ ব্যাবহারকারিদের সুবিধার্থে অ্যাপটির পুরাতন ভার্শন আলাদাভাবে পাবলিশ করা হল। যেন কেউ...
Created with AppPage.net
Similar Apps - visible in preview.