বরকতময় মাস রমজান। এ মাসের রোজা পালনের মাধ্যমে মুমিন বান্দার জন্য যেসব
অতুলনীয় প্রাপ্তি রয়েছে তা সুস্পষ্ট ভাষায় তুলে ধরেছিলেন
বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তিনি শাবান মাসের শেষ দিন সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে রমজানের প্রাপ্তিগুলো এভাবে বর্ণনা করেছেন-
হজরত সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন শাবান মাসের শেষ দিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। তিনি বললেন- ‘হে লোক সকল! একটি মহিমান্বিত মাস তোমাদের সবাইকে ছায়া হয়ে ঘিরে ধরেছে। (মাসটির অতুলনীয় প্রাপ্তিগুলো)-
- এ মাস একটি বারাকাতময় মাস।
- এটি এমন এক মাস, যার মধ্যে একটি রাত রয়েছে, যা হাজার মাসের চেয়ে উত্তম।
- আল্লাহ এ মাসের সিয়াম রোজা ফরজ করেছেন আর নফল করে দিয়েছেন এ মাসে রাতের (নামাজ) কিয়ামকে।
- যে ব্যক্তি এ মাসে একটি নফল কাজ করবে, সে যেন অন্য মাসের একটি ফরজ আদায় করল।
- আর যে ব্যক্তি এ মাসে একটি ফরজ আদায় করেন, সে যেন অন্য মাসের সত্তরটি ফরজ সম্পাদন করল।
- এ মাস সবরের (ধৈর্যের) মাস; সবরের সাওয়াব জান্নাত।
- এ মাস (সব কাজে) সহমর্মিতার মাস।
- এ এমন এক মাস যাতে মুমিনের রিজিক বৃদ্ধি করা হয়।
- যে ব্যক্তি এ মাসে কোনো রোজাদারকে ইফতার করাবে, এ ইফতার তার গোনাহ মাফের কারণ হবে।
- জাহান্নামের আগুন থেকে মুক্তির উপায় হবে। তার সাওয়াব হবে রোজাদারের অনুরূপ। অথচ রোজাদারের সাওয়াব একটুও কমানো হবে না।
আমরা বললাম, হে আল্লাহর রসুল! আমাদের সবাই তো রোজাদারের জন্য ইফতারের আয়োজন করতে সমর্থ নয়। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন-
‘এ সাওয়াব আল্লাহ তাআলা ওই ইফতার পরিবেশনকারীকেও দান করেন, যে একজন রোজাদারকে এক চুমুক দুধ, একটি খেজুর অথবা এক চুমুক পানি দিয়ে ইফতার করায়।
আর যে ব্যক্তি একজন রোজাদারকে পেট ভরে খাইয়ে পরিতৃপ্ত করল, আল্লাহ তাআলা তাকে আমার হাউজে কাওসার থেকে এভাবে পানি খাইয়ে পরিতৃপ্ত করবেন। যার পর সে জান্নাতে (প্রবেশ করার আড়ে) আর পিপাপিত হবে না। এমনকি সে জান্নাতে প্রবেশ করবে।
এটা এমন এক মাস যার প্রথম অংশে রহমত। মধ্য অংশে মাগফিরাত, শেষাংশ হলো জাহান্নামের আগুন থেকে নাজাত। যে ব্যক্তি এ মাসে তার অধিনস্তদের ভার-বোঝা সহজ করে দেবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন। তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেবেন।’ (মিশকাত, ইবনে খুজায়মা)
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রমজানের রহমত বরকত মাগফেরাত ও নাজাতের তাওফিক দান করুন। হাদিসে বর্ণিত আমলগুলো যথাযথভাবে পালন করার তাওফিক দান করুন। বিশ্বনবি ঘোষিত অতুলনীয় নেয়ামতগুলো পাওয়ার তাওফিক দান করুন। আমিন।
আশা করি অ্যাপটি আপনাদের ভাল লাগবে। ভাল লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর আপনার ভাল লাগা আমাদেরকে রিভিও দিয়ে জানান। সবাই ভাল থাকবেন ।
আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানীতে কুরআন ও হাদিসের তথ্য অনুসারে জানাযার নামাজ...
আইপিএল ২০২৩ সময়সূচী, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এর ২০২৩ সালের মার্চ মাসের ২৫...
আমাদের সুস্থ থাকার জন্য প্রচুর পরমিানে ভিটামিনের দরকার।তাই শাক সবজি খাওয়া দরকার...
ফুটবল বিশ্বকাপ ২০২২ অনুষ্ঠিত হবে কাতার স্টেডিয়ামে এবং ফাইনাল সহ এই প্রথমবারের...
প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা তার ছিলনা কিন্তু স্বশিক্ষিত ছিলেন। লোকমুখে শুনা যায় ধর্মের...
নামাজ শিক্ষা.ফযর নামাজের নিয়ত.যোহরের নামাজের নিয়ত.আছর নামাজের নিয়ত.মুসাফিরের নামায.সুন্নত নামায.মাসনূন.যিকরসমূহ.তাসবিহ ও দোয়ার...
Created with AppPage.net
Similar Apps - visible in preview.