২০০৯ সালের ১লা এপ্রিলের এক শূভক্ষণে Doyti‘র জন্ম। ’’মান সম্পন্ন শিক্ষাই এনে দিবে আগামীর সম্ভাবনা’’ এই মন্ত্র ধারণ করে, সৃষ্টির প্রয়াসে অঙ্গিকারাবদ্ধ হই, আমরা দুজন মামুন চৌধুরী ও রাজু আহমেদ। ফলশ্রুতিতে তৈরি হয় টিনের একটি সাইনবোর্ড। তাতে স্থান পায় Doyti নামক শব্দটি। Doyti শব্দটি বাংলা শব্দের উপজাত শব্দ হিসেবে ব্যবহার করা হয়েছে। Doyti অর্থ দুজনের। এই দৈত্ব থেকে Doyti। দুজনের অক্লান্ত পরিশ্রম, আবেগ, কর্ম প্রচেষ্টা এবং দৃঢ় প্রত্যয়ে দুটি শ্রোতো ধারার গন্তব্য যেমন মোহনার দিকে ধাবিত হয় তেমনি দুটি মনের সম্মিলনে Doyti নামক উপজাত শব্দ বা রূপক শব্দটি ব্যবহৃত হয়েছে। মানুষ ভালবাসে তার নিজের তৈরি সৃষ্টিকে, তা যদি হয় তার কর্মপ্রচেষ্টার রক্ত বিন্দু দিয়ে গড়া, তাহলে তা হয় তার একান্ত নিজস্বতা। এই নিজস্বতার সার্বজনিন রূপ দেওয়াই সর্বকালের মানুষের প্রচেষ্টা, স্বার্থকভাবে জয়ী তারাই, এই জয়ী হওয়ার মানসে Doyti নামক শব্দটি বেছে নেওয়া। কারণ মানুষ তার সৃষ্টির মধ্যে ডুবে থাকে, তৈরি করে নতুন ভূবন,যা কাউকে সহায়তা করে, অনেকের পথ দেখায়। প্রতিষ্ঠাতা পরিচালক |
দৈতী একাডেমিক এন্ড এডমিশন কেয়ার প্রচলিত অন্যান্য কোচিং এর তুলনায় একটি ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান৷ আমাদের দেশে অনেক কোচিং শিক্ষা প্রতিষ্ঠানই শিক্ষাদানের ক্ষেত্রে অভিভাবক ও শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ করতে পারে না৷ এর অন্যতম কারণ এই যে, শিক্ষাপ্রতিষ্ঠানসমূহকে অনেকে মুনাফা লাভের উদ্দেশ্যে গড়ে তোলার চেষ্টা করে থাকেন৷ ফলে শুরু থেকেই শিক্ষার আসল উদ্দেশ্য ব্যর্থতায় পর্যবসিত হয়৷ দৈতী একাডেমিক এন্ড এডমিশন কেয়ারের কর্তৃপক্ষ তাই শিক্ষাকে মুনাফা লাভের একটি মাধ্যম হিসাবে ব্যবহার না করে বরং শিক্ষাক্ষেত্রে গুনগত মান ও জবাবদিহিতা নিশ্চিত করে অভিভাবক ও শিক্ষার্থীদের আশা-আকাঙ্খার বাস্তবায়ন ঘটাতে চায়৷ বাংলা মাধ্যম হলেও ইংরেজি ভাষা, দৈতী একাডেমিক এন্ড এডমিশন কেয়ার শুদ্ধভাবে বলা ও লেখায় শিক্ষার্থীদের মানসম্মত স্তরে উন্নীত করার ক্ষেত্রে আমরা অঙ্গীকারবদ্ধ এবং আমরা ইংরেজির গুরুত্ব মাথায় রেখে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছি৷
If you have any questions, feel free to reach me at [email protected]
Unlock lucrative trading with daily source for precise and actionable signals!
St. Peter Catholic Church in Covington, LA mobile app
Connect with Potential Classes in an efficient and transparent manner
Tools that make learning Chinese fun and interactive
Simhan's e-VedaShree is an e-learning initiative for you to learn vedas.
Perfect Day is the only comprehensive, intuitive childcare management software.
Created with AppPage.net
Similar Apps - visible in preview.